Bankura

Mar 02 2023, 15:32

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ এক পরীক্ষার্থী


বাঁকুড়াঃ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো এক ছাত্র। বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া পরীক্ষা কেন্দ্রের ঘটনা। এই অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি ভর্তি করে সেখানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, প্রতাপপুর গ্রামের বাসিন্দা, বড়জোড়া হাই স্কুলের ছাত্র সৈকত কর্মকার এদিন ঘুটগড়িয়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। সেখানেই সে 'অসুস্থ' হয়ে পড়ে। পরে তাকে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি ভর্তি করা হয়, শুরু হয় চিকিৎসাও। পরে হাসপাতালে বসেই ঐ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে।

Bankura

Mar 02 2023, 13:12

হাসপাতালের ভীতরে জল থৈ থৈ অবস্থা


বাঁকুড়াঃ হাসপাতালের ভীতরে জল থৈ থৈ অবস্থা! তার মধ্যেই ঐ জল পেরিয়েই যাতায়াত করছেন ভর্তি থাকা রোগী থেকে তাঁদের আত্মীয়রা। বুধবার রাত থেকে এই ছবিই দেখা গেল বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আর এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিষয়টি হাসপাতাল সুপারও মেনে নিয়েছেন। বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার ডাঃ শুভ নারায়ণ প্রসাদ বলেন, গ্রাউণ্ড থার্ড আর ফোর্থ ফ্লোরে সমস্যা হয়েছিল। টয়লেট পাইপ লাইনের সমস্যার জন্যই ঐ ঘটনা ঘটেছিল। বিষয়টি স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের জানানো হয়।

Bankura

Mar 02 2023, 11:49

'জারবেরা ফুলে'র চাষ


কুড়াঃ মূলতঃ প্রায় শিল্প বিহীন 'কৃষি নির্ভর' জেলা হিসেবেই পরিচিত লাল মাটির জেলা বাঁকুড়া। রুখা-শুখা এই বাঁকুড়ার বুকে ফসল ফলিয়েই জীবিকা নির্বাহ করেন এই জেলার একটা বড় অংশের মানুষ। গত কয়েক বছর আগেও এখানকার মানুষ ধান, গম, বিভিন্ন ধরণের তৈলবীজ আর আলুর বাইরে কোন কিছু চাষের কথা ভাবতে পারতেননা, এখন জেলা উদ্যাণ পালন দপ্তরের সৌজন্যে লাভজনক অন্যান্য বিকল্প চাষের দিকেও ঝুঁকছেন এখানকার কৃষিজীবি মানুষ।

তেমনই একটি 'জারবেরা ফুলে'র চাষ। রুক্ষ, শুস্ক এই জেলার মাটিতে এখন বিপুলভাবে এই বাহারি ফুলের চাষ শুরু হয়েছে, শুরু হয়েছে বানিজ্যিক উৎপাদনও। আর তাই এই চাষ করেই লাভের মুখও দেখছেন এখানকার অনেকেই। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে খবর, আগে বড়জোড়ার মানাচর থেকে সোনামুখীর রণডিহা এলাকা পর্যন্ত গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডুলাস সহ অন্যান্য ফুলের চাষ হলেও জারবেরা ফুলের চাষ হয়নি। এই অবস্থায় জেলার চাষীদের দিয়ে এই লাভছনক ফুলের চাষ করানোর উদ্যোগ নেওয়া হয়। প্রথমে কোতুলপুরের জয়রামবাটির কাছে পানাহার গ্রামে পলি হাউস তৈরী করে প্রথম জারবেরা ফুলের চাষ হয়। পরে বর্তমানে খাতড়ার সুপুর, শময়িতা মঠ, বাঁকুড়া-১ ব্লকের দামোদরপুর সহ বিভিন্ন জায়গাতেও জারবেরার বানিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

জারবেরা ফুল চাষের সঙ্গে যুক্ত অজিত কোটাল, কার্তিক দত্তরা বলেন, পলি হাউসের মাধ্যমে বারো মাস এই ফুলের চাষ করতে হয়। জলের খরচ নেই বললেই চলে। বাজারে ব্যাপক চাহিদা ও দাম থাকায় জারবেরা ফুলের চাষ যথেষ্ট লাভজনক বলেই তাঁরা জানান।

জেলা উদ্যান পালন দপ্তরের ফিল্ড অফিসার সঞ্জয় সেনগুপ্ত বলেন, গত বেশ কয়েক বছর ধরে এই জেলার চাষীদের জারবেরা ফুলের চাষের ব্যাপারে উৎসাহিত করা হচ্ছিল, অবশেষে সাফল্য এসেছে। এই ফুল চাষ করার জন্য সরকারীভাবে খরচের পঞ্চাশ অর্থ সহায়তা করা হচ্ছে। জেলার বিভিন্ন অংশের কৃষিজীবি মানুষ এখন এই ফুলের চাষ করছেন। এখানকার উৎপাদিত জারবেরা কলকাতার নিউ মার্কেট সহ অন্যান্য জেলায় রপ্তানী হচ্ছে। এই মুহূর্তে এক একটি জারবেরা ফুলের বাজারমূল্য ৮ টাকা, তবে মার্চ থেকে মে মাস পর্যন্ত ঐ দাম ১৫ থেকে ১৬ টাকাতে পৌঁছে যায় বলে তিনি জানান।

Bankura

Mar 01 2023, 17:38

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু


বাঁকুড়াঃ সাম্প্রতিক সময়ে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বাঁকুড়ায়। গত ২৫ ফেব্রুয়ারী ভোরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বাঁকুড়া সদর মহকুমা এলাকার ১ ও ৫ মাস বয়সী ঐ দুই শিশুর মৃত্যুর পরপরই আপাতত একাংশের চিকিৎসকদের ছুটি বাতিলের পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে   বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সপ্তর্ষী চ্যাটার্জী জানান, এদিন থেকেই এই হাসপাতালে এ.আর.আই ক্লিনিক খুলে গেল। একই সঙ্গে আগামী দু'-তিন দিনের মধ্যে বহির্বিভাগে এ.আর.আই-র জন্য পৃথক টিকিট কাউন্টার খোলা হচ্ছে।  শিশু বিভাগের চিকিৎসকরা কেউই ছুটি নিচ্ছেননা জানিয়ে তিনি আরো বলেন, ২৪ ঘন্টা জরুরী বিভাগে ঐ চিকিৎসকরা থাকবেন। এছাড়াও জেলাস্তরীয় মেডিক্যাল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ, জনসচেতনতামূলক প্রচার ও ছাতনা, বড়জোড়া ও ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিস্থিতির উপরে নজরদারি চালানো হচ্ছে বলেও তিনি জানান।

অন্য এক প্রশ্নের উত্তরে ডাঃ সপ্তর্ষী চ্যাটার্জী বলেন, এখনো পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬৬ জন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৮ জন 'পিকু'তে ভর্তি রয়েছে, গত ২৫ ফেব্রুয়ারী ভোরে ১ ও ৫ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।